Facebook আর চাপরি দুনিয়ার এক অদ্ভুত জাদুকর – নাম মিরাজ আফ্রিদি। দুই হাত না থাকা সত্ত্বেও ভাইয়ের স্টাইল এমন যে, দুইহাতওয়ালারাও নিজেকে লজ্জা পায় আয়নায়।
কিন্তু ব্যাপার এখানেই শেষ না... ভাই শুধুই সোশ্যাল স্টার না, তিনি একজন রিয়েল লাইফ হিরোও!
বন্যার সময় নৌকার হাল ধরেছিলেন
যখন অনেকে ঘরে বসে ভিডিও বানাচ্ছিল, তখন মিরাজ আফ্রিদি পানিতে নেমে গিয়েছিলেন মানুষ বাঁচাতে!
নৌকা নিয়ে বের হয়েছিলেন সাহায্য করতে – অথচ কেউ চিন্তা করে না, যদি উনি নিজে পড়ে যান, তখন কে বাঁচাবে তাকে? এই সাহসই তাকে আলাদা করে!
নৌকা নিয়ে বের হয়েছিলেন সাহায্য করতে – অথচ কেউ চিন্তা করে না, যদি উনি নিজে পড়ে যান, তখন কে বাঁচাবে তাকে? এই সাহসই তাকে আলাদা করে!
নিজের সেলুন খুলেছেন
হ্যাঁ, আপনি ঠিক পড়েছেন – উনার একটা সেলুন আছে!
নিজের পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাস দিয়ে তৈরি করেছেন নিজের কর্মজীবন। দু’হাত না থাকলেও “চুল কাটা” লাইফ কাটার থেকে অনেক সুন্দর করছেন তিনি!
নিজের পরিশ্রম, সাহস আর আত্মবিশ্বাস দিয়ে তৈরি করেছেন নিজের কর্মজীবন। দু’হাত না থাকলেও “চুল কাটা” লাইফ কাটার থেকে অনেক সুন্দর করছেন তিনি!
স্ত্রীও পাশে আছেন
মাঝেমধ্যে ভাই অনলাইনে তার বউকে নিয়ে আসেন।
সেই দৃশ্যগুলো এত মধুর হয় যে, অনেক “কাপল গুরুরা” তাদের ভিডিও দেখে নতুন relationship goals তৈরি করে!
সেই দৃশ্যগুলো এত মধুর হয় যে, অনেক “কাপল গুরুরা” তাদের ভিডিও দেখে নতুন relationship goals তৈরি করে!
মজার Facts:
- ভাইয়ের swag এত ভারি, গুগলেও “Style overloaded” লিখলে তার নাম চলে আসার কথা!
- যখন তিনি হাঁটেন, চারপাশের বাতাসও থমকে যায়: “ভাই আসছে!”
- তার জীবনের সবচেয়ে বড় হ্যাশট্যাগ হতে পারে: #NoHandsNoLimits
কেন Chapri.info তে তার স্থান পাকা?
কারণ সে একসাথে চাপরি, অনুপ্রেরণা, সাহসিকতা, ভালোবাসা আর উদ্যোগের প্রতীক।এমন চাপরি হলে, গর্ব করে লিস্টে রাখা যায়।
ভাই শুধু কনটেন্ট ক্রিয়েটর না, ক্যারেক্টার – এবং এমন ক্যারেক্টার সবার জানা দরকার।